টেকনাফ সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মৌলভী মনির আহাম্মদ (৫৫) বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে । ঘটনাটি ঘটেছে সাবরাং ইউনিয়নে । নিহত ব্যক্তি। ১৮ ফ্রেরুয়ারী সকাল ১০ টায় এ ঘটনা ঘটে । জানাযায়,নিহত ব্যক্তি মৌলভী মনির আহাম্মদ সকালে গোসল করতে তাদের নলকুপে যায়,এসময় নলকুপের সাথে একটি বিদ্যূৎ তারের সংযোগ ছিল । কিন্তু নিহত ব্যক্তি ওই তার দেখেনি । যখনি সে গোসল করতে যায়,তার গায়ে ওই তার লাগলে সে গুরুতর আহত হয় । তাৎক্ষনিক তাকে টেকনাফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায় । তার দাফন কাপনের প্রস্তুতি ছলছে। সাবরাং বড় মাদ্রাসা মাঠে মরহউমের জানাজা হওয়ার কথা রয়েছে।