হুমায়ুন রশিদ… টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালীতে জমি বিরোধের জেরধরে প্রভাবশালী মহল মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে হয়রানি বন্ধের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী লোকজন ।আগষ্ঠ বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফের একটি কক্ষে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিথ্যা চাঁদাবাজি মামলার আসামী মৃত হাজী মোক্তার আহমদের পুত্র মকছুদ মিয়া ও খলিলুর রহমান। সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকার মোহাম্মদ হোছেন মাহাদু দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিতে চাষাবাদ করে আসছিল। গত ২৭ জুলাই সকালে হারিয়াখালী সড়ক ডাকাতির অন্যতম কবির বলির পুত্র জাফর, শামশুল আলম ও তার মামা হাসানের নেতৃত্বে ১০/১৫ ডাকাত মোহাম্মদ হোসেন মাহাদুর কাছ থেকে জমিতে চাষবাদ করতে গেলে চাঁদা দাবী করে। এতে সে অপারগতা প্রকাশ করলে ঐদিন বিকেল ৩ ঘটিকার সময় তার পুত্র হারিয়াখালী এলাকার মুদির দোকান ব্যবসায়ী নুর আলম টেকনাফে মাল ক্রয় করতে আসার পথে উক্ত ডাকাতরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পথ গতিরোধ করে নগদ ৪ লক্ষ ২৫ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে এবং ব্যাপক মারধর করে। এর জের ধরে একইদিন সন্ধ্যা ৬ টায় মোহাম্মদ হোছেন মাহাদুর নাতিন মোঃ হারুন কক্সবাজার থেকে চিংড়ি বিক্রি করে আসার পথে একই কায়দায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই ও ব্যাপক মারধর করে এবং পুলিশে খবর দিলে প্রাণ নাশ করিবে বলে হুমকি-ধমকি দেয়। এঘটনায় ভুক্তভোগীরা চিকিৎসা ও থানায় অভিযোগ করতে আসতে চাইলে উপরোক্ত ডাকাতরা অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় ব্যারিকেড বসিয়ে বাধা দেয়। উপরোক্ত ডাকাতরা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতির প্রভাব দেখিয়ে একের পর এক ডাকাতি, টাকা লুটপাট সংঘঠিত করে উল্টা ভুক্তভোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । যার মামলা নং-জি/আর-টেক-৫৮/২৭-০৭-১২ইং। এ মিথ্যা চাঁদাবাজি মামলার শিকার আসামীরা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply