হুমায়ূন রশিদ,টেকনাফ।…টেকনাফ সাবরাং নয়াপাড়ায় চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসী কর্তৃক রক্তাক্ত জখম ও ছিনতাইয়ের শিকার হয়েছে এক ব্যবসায়ী। এঘটনার আহতের মা বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছে।অভিযোগ সূত্রে জানা যায়-টেকনাফ সাবরাং আছরবনিয়া এলাকার হাজী আবদুল মতলবের পুত্র মোঃ ইসহাক দীর্ঘদিন ধরে নয়াপাড়া বাজারে কম্পিউটার ও মুদি দোকান পরিচালনা করে আসছিল। গত ২১ জানুয়ারী রাতে সাবরাং এলাকার স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মোঃ শাকের, আবদুর শরীফ, ভুলু, মোঃ ওসমান প্রকাশ লাইল্যা মকতুল হোসেন, আবদুল্লাহ ও আবদুর রশিদ দোকানদার ইসহাকের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে এবং চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দোকানে লুটপাট চালিয়ে কম্পিউটার ও ৫০ হাজার টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নিয়ে যায় এবং যাওয়ার সময় কাউকে বিচার দিলে প্রাণ নাশ করিবে বলে হুমকি দেয়। এবিষয়ে দোকানদার ইসহাক বিষয়টি নয়াপাড়া বাজার কমিটিকে লিখিতভাবে অভিযোগ করে। এরপ্রেক্ষিতে গত ২ ফেব্র“য়ারী নয়াপাড়া বাজার কমিটি ঘটনার সাথে জড়িতদের নিয়ে বিচারে বসে। বিচারকরা জড়িত প্রত্যেককে ১৫ হাজার টাকা হারে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তাৎক্ষনিক জড়িত ভুলু ১৫ হাজার টাকা পরিশোধ করে দেয়। ঐদিন রাতে দোকান থেকে বাড়ী ফেরার পথে নয়াপাড়া ফারুকিয়া জামে মসজিদ এলাকায় পৌছলে উপরোক্ত ব্যক্তিরা দা, কিরিচ, লোহার রড দিয়ে দোকানদার ইসহাকের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা বেচাবিক্রির ৩৬ হাজার ৩০ টাকা, মোবাইল ও ইলেকট্রিক টর্চ ছিনিয়ে নিয়ে যায়। এসময় আহত ইসহাকের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় দোকানদার ইসহাকের মা মরিয়ম বাদী হয়ে টেকনাফ থানায় অভিযোগ দায়ের করেছে।