তাহেরা আক্তার মিলি,টেকনাফ টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির সদস্যরা হোয়াইক্যং চেকপোষ্টে সাগরপথে মালয়শিয়া আসার প্রাক্কালে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়- ৫ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে Ñকিশোরগঞ্জ জেলার মৃত আবদুল মালেকের পুত্র আবদুল কাইয়ুম (৩৫), মোঃ আদম আলীর পুত্র মোঃ রেজাউল (৩০), মৃত আবদুল করিম বেপারীর পুত্র লোকমান মিয়া (৩৫), মৃত মসকুর মিয়ার পুত্র করম আলী (৩০), হবিগঞ্জ জেলার মৃত আবদুল মান্নাফের পুত্র ওয়াদুদ মিয়া (৩২), রহিম মিয়া পুত্র তাজুল ইসলাম(৩৫) আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৬৪ হাজার ৫০০ টাকা জব্দ করে বিজিবি।এ সময় দালাল হিসাবে সিলেট জেলার হবিগঞ্জ এলাকার আবদুল মোতালেবের পুত্র আলী আকবরকে (৩৮) প্রধান আসামী করে এবং টেকনাফ উপজেলার ঝিমংখালীর গ্রামের ছৈয়দ আলমের পুত্র মোঃ ইসহাক (৩০), রশিদ মিয়ার পুত্র মোঃ দেলোয়ার(৩৫) কে দালালের সহযোগী হিসাবে মামলা দায়ের থানায় সোর্পদ করে। এ ৩ জনের বিরুদ্ধে সাগরপথে মালয়শিয়া মানব পাচারের সহায়তাকারী হিসেবে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করে। টেকনাফ ৪২ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানিয়েছেন – ধৃত ব্যক্তিদেরকে পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং ৩ দালালের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।