প্রেস বিজ্ঞপ্তি ঃ-সম্প্রতি দেশের গুটি কয়েক ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়া জন বিচ্ছিন্ন আওয়ামীলীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নের লে দেশের ষোল কোটি নারী-পুরুষের শ্রদ্ধারপাত্র আল্লামা আহমদ শফীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে। আল্লামা আহমদ শফি এদেশের নারীদেরকে সম্মানের সু উচ্চ আসনে বসাতে চাই। নারীদের ন্যায্য অধিকারের কথা বলে, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশের সকল মানুষকে সচেতন করে। নারীদের পথে ঘাটে কর্মস্থল সহ সর্বেেত্র নারীদেরকে পৃথক ভাবে সম্মান প্রর্দশনের জন্যে দেশবাসীর কাছে আবেদন জানান। নারীদেরকে ইসলামের বিধানমতে পর্দা পালন সহকারে চলার আহ্বান জানান। নারীদেরকে পৃথক কর্মসংস্থান তৈরী করে দেওয়ার জন্যে সরকারের প্রতি দাবী জানান। সর্বোপরি নারী সমাজকে ইসলাম যে মর্যাদা দিয়েছে সে মর্যাদা বাস্তবায়নের জন্যে আল্লামা আহমদ শফি সংগ্রাম করে যাচ্ছে। পান্তরে যারা নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করতে চায়, নারীদের প্রতি কু-দৃষ্টি নিপে করে, ইভটিজিং এর মত নোংরা পথ বেঁচে নেয় তারাই আজকে আল্লামা আহমদ শফির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে নেমেছে। সরকারের মন্ত্রীগণ ৫ই মে শাপলা চত্বরে নিরীহ আলেম ওলামা হত্যার মধ্য দিয়ে জনবিচ্ছি হয়ে পাগলামী আরম্ভ করেছে। দেশের নারী সমাজকে বিভ্রান্ত করার কু-উদ্দেশ্যে আল্লামা আহমদ শফির ওয়াজ নছিহতকে প্রযুক্তিগত কারসাজী করে আগের কথা পরে পরের কথা আগে এবং সাথে সাথে অপ্রাসাঙ্গিক মিথ্যা বাক্য রচনা করে টেলিভিশন ও দৈনিক পত্রিকায় প্রকাশ করে সরকারের জনবিচ্ছিন্নতার পরিচয় দিচ্ছে। সর্বশেষ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে দেশের সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান আলেমেদ্বীন আল্লামা আহমদ শফির চরিত্র হননের মত নোংরা পথ বেঁচে নিয়েছে। আমরা সরকার ও দৈনিক আমাদের সময় ও এটিএন বাংলা টেলিভিশনের মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের নারী সমাজকে সরকারের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য হেফাজতে ইসলাম কক্সবাজার জেলার প থেকে আহ্বান জানাচ্ছি।
বিবৃত্তি দাতাগণ ঃ-
(১) মাওলানা আবুল হাসান, সভাপতি। (২) মাওলনা মুহাম্মদ মুসলিম, নির্বাহী সভাপতি। (৩) মাওলনা মুফতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি। (৪) মাওলনা সোহাইব নোমানী, সহ-সভাপতি। (৫) মাওলনা হাফেজ ছালামত উল্লাহ, সহ-সভাপতি। (৬) মাওলনা এবাদুল্লাহ সহ-সভাপতি। (৭) মাওলনা মুহাম্মদ আনোয়ার সহ-সভাপতি। (৮) মাওলনা নুরুল আলম মামুন সহ-সভাপতি। (৯) মাওলনা মুহাম্মদ আলী, সহ-সভাপতি। (১০) মাওলনা মুহাম্মদ ইয়াছিন হাবিব, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক। (১১) মাওলনা কাজী এরশদুল্লাহ, যুগ্ম সম্পাদক। (১২) মাওলনা হাফেজ হারুণ, সাংগঠনিক সম্পাদক। (১৩) মাওলনা মুহাম্মদ মুবিনুল হক, অর্থ সম্পাদক। (১৪) মাওলনা আব্দুছ সালাম কুদছী, ও মাওলনা হাফেজ মনজুর, প্রচার সম্পাদক প্রমূখ নেতৃবৃন্দ।