প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের মৃত্যুতে জাতীয় শোক পালনের অংশ হিসাবে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত ছুটি ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রেসিডেন্টের মৃত্যুতে আজ থেকে তিন দিনের জাতীয় শোক পালন হচ্ছে। এ তিন দিন সব সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।