অবৈধ উপায়ে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। কক্সবাজারের টেকনাফ সীমান্তে রবিবার রাত ও সোমবার সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
টেকনাফের ৪২ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান জানান, আটককৃতরা সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ইসমাইল, তাজুল, জসিম, নাছিমা কক্সবাজার সদরের ঈদগাঁও এবং টেকনাফ সদরের বাসিন্দা। এছাড়া ময়মনসিংহের বাসিন্দাও রয়েছে বলে জানা গেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে টেকনাফ থানায় দুইটি মামলা দায়ের করেছে বিজিবি।
Leave a Reply