নজির আহমেদ সীমান্ত…পরিচয় গোপন করে আপনি যে সাংবাদিকতা ও সংবাদকর্মীদের নিয়ে মনের মাধুরী মিশে যা তা লিখে নিজেকে সাহসী যোগ্য সমালোচক ভাবছেন তা মোটেও উচিৎ হয়নি। হ্যাঁ আপনার সাথে আমিও একমত যে কোন ব্যক্তি, পত্রিকার নাম ব্যবহার করে যদি নিজের স্বার্থ হাসিলের চ্ষ্টো করে তা আমিও পছন্দ করি না। সাংবাদিকতার অভিজ্ঞতার কথা বলেছেন তা ঠিক আছে,মানুষের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে ওটাই স্বাভাবিক। আপনি নিশ্চয় সমাজের কোন না কোন কর্মের সাথে জড়িত। সেখানে আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছুই বলেননি। অপরদিকে আপনি দু’টি বাংলা শব্দকে নিজের মত করে তার অর্থ বের করেছেন (প্রেস ক্লাব কে কেচ ক্লাব ও সাংবাদিক কে সাংঘাতিক) যা আমার মনে হচ্ছে কোন সংবাদকর্মীর লিখনির মাধ্যমে আপনার র্স্বাথের হানি হয়েছে। আপনি ক্ষিপ্ত হয়ে সমালোচনা করেছেন। যা সমাজের জন্য সমীচিন নয়।
আমি একজন সংবাদকর্মী হিসাবে আপনার সুন্দর সমালোচনাই আশা করবো। যেমন আপনার অভিজ্ঞতা অন্যের কাজে আসে। আমিও নিজেকে কোনদিন সাংবাদিক পরিচয় দিয়ে চলি না । সাংবাদিকদের একতার বিষয়ে আপনাকে কিছু সময় নষ্ট করার পরামর্শ দেব। আসলে আমার প্রিয় সহকর্মীদের বলক্ষ..নিজের অপকর্ম যে সমাজকে কলুষিত না করে। আগামীতে সুন্দর সমালোচনার আশায় …..
নজির আহমেদ সীমান্ত
সমকাল ও জিটিভি
প্রতিনিধি টেকনাফ কক্সবাজার
নজির ভাই,আমি ও আপনার সাথে একমত য়ে,গঠনমূলক সমালোচনা সুস্হ মস্তিস্কের বিকাশ ঘটায়।
নজির ভাই আপনিতো সমালোচকের চেয়ে বড় সমালোচক। আপনার সমালোচনা আলোচনায় আসুক এটাই আমার কামনা। সাথে টেকনাফ নিউজ ডটকমকে জানায় সাহসি ঈদ মোবারক।….. করিম
নজির ভাই সালাম নিবেন,আপনাদের মত বড় মপের মানুযের সমালোচনা করার মত সাহস আমি অধমের নেই,কিনতু ভাই আমি খুবই অবাক হলাম আপনি আমার লেখার সারাংশ টা বুঝতে পারেনি বলে!!!!! আমি লিখেছি তাদের কথা, যারা নিজেকে সাংবাদিক পরিচয় দিতে গিয়ে সাম্বাদিক বলে, প্রেস ক্লাব বলতে ফ্রেচ ক্লাব উচ্চারণ করে এমনই কিছু যুবকের কথা ,যাদের অপতৎপরতায় সাধারণ মানুষ হতবাক হয়ে যায়। বলুন তো সাংবাদিক নামধারী কিছু লোকের জন্য আনেকের কাছে আপনদের সুনাম ক্ষুন্ন হচছে না?আপনারা যারা সিনিয়ার সাংবাদিক তারা প্রকৃত ভালবাসা থেকে বঞ্চিত হননা ?সাংবাদিক পরিচয় দানকারি এসব সাংঘাতিক তৎপতরতা প্রদর্শনকারিদের কারণে পুরো সাংবাদিকতা পেশাটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েনি?তাদের কারনে এ মহান পেশা আজ কোন আসনে?বলা বাহুল্য খুবই দু:খজনক অবমাননাকর,নজির আপনি শুনে অবাক হবেন গত ১০ দিন যাবত কক্সবাজারে জেলায় ‘ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছিলো। এ সাংবাদিক প্রশিক্ষণ কোর্সে টেকনাফের কোন সাংবাদিককে প্রশিক্ষণ নিতে দেখলাম না!তাহলে নিশ্চয় সীমান্ত টেকনাফে নতুন যারা সাংবাদিকতা করছেন তারা কি ??? তখন আপনি নিজেও বলবেন টেকনাফে সহজলভ্য কাজ হলো সাংবাদিক হওয়া। ভাই ক্ষিপ্ত হয়ে সমালোচনা আমি করছি না,সমালোচনা করার সে সহস আমার নেই আমি আপনাদের সামনে অধম।চিহ্নীত কিছু মানুষের জন্য সমাজ যেন এ মহৎ মহান পেশার সমালোচনা না করে।পরিশেষে একটাই অনূরূদ এদের দমন করুন। বিশেষ সমালোচক,