ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম: উত্তর বঙ্গোপসাগর এলাকায় মৌসুমী বায়ু প্রবল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমূদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্দরের জাহাজ চলাচল ও পণ্য ওঠানো নামানোর কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন। টানা ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে মাতামুহুরী, সাঙ্গু, ধরলা, ব্রহ্মপুত্র ও মুহুরী নদীর পানি বেড়েছে। এতে প্রায় নদী তীরবর্তী এলাকার ৭০টি গ্রাম প্লাবিত হয়েছে। মাতামুহুরী নদীর পানি বেড়ে বান্দরবানের লামা উপজেলার ২টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় জেলাসদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সাঙ্গু নদীর পানি বেড়ে পাবিত হয়েছে ৩টি গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছে এখানকার প্রায় ৫ হাজার মানুষ। এদিকে, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার কাঁচা সড়ক বীজতলা ও ফসলের জমিসহ ৫০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।
Leave a Reply