মোহাম্মদ সিরাজুল হক সিরাজ, মহেশখালী =
ককসবাজারের মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী অস্ত্র সহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। র্যাব-৭ সুত্রে জানা যায়, ১২ জুন দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ককসবাজার জেলার র্যাব কমান্ডার সইচিং এর নেতৃত্বে একদল র্যাব মহেশখালীর সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী হোয়ানক কাঠাঁলতলী পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র জালাল আহমদ প্রকাল বেলালকে তার আস্তনা থেকে ৬ ফিস দেশীয় অস্ত্র ও ৫ ফিস তাজা কাতুর্জ সহ হাতে নাতে গ্রেফতার করে। র্যাব জেলা কমান্ডার সইচিং জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর সন্ত্রাসী জালাল প্রকাশ মোহাম্মদ বেলালকে দীর্ঘ দিন ধরে গ্রেফতারের চেষ্টার পর হলেও সর্বশেষ অস্ত্র সস্ত্র সহ হাতে নাতে ধৃত করি। এদিকে আর এক সূত্রে জানা যায়, ধৃত জালালকে জিজ্ঞাসা করিলে কেন সন্ত্রাসী ডাকাতি করিতেছ বলিলে জালাল এ ব্যাপারে বলে আমি নির্দোষ নিরাপরাধ এই অস্ত্রগুলি আমার নয়। আমার প্রতিপক্ষরা দিয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ হাবীবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জালালকে অস্ত্র সস্ত্র সহ হাতে নাতে গ্রেফতারের পর মহেশখালী থানায় অস্ত্র সস্ত্র সহ হস্তান্তর করেন।