বাবুল মিয়া মাহমুদ….বহুল প্রত্যাশিত কক্সবাজার জেলা সদর হাসপাতালের শিশুদের জন্য স্পেশাল কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্টান গতকাল সকাল ৯ টায় সদও হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ অজয় ঘোষের সভাপ্রতিত্বে অনুষ্টিত হয়।উক্ত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন করিব, তিনি প্রধান অতিথির বক্তব্যে সেবার মনমানসিকতা নিয়ে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান এবং ককসবাজারের স্বাস্থব্যবস্থার উন্নয়নে বিশেষ করে মাও শিশু মৃত্যুহার কমাতে যে, কোন ধরনের সহযোগীতার আশ্বাস দেন। সরকারের স্বাস্থ্য সেবার মান্নোয়নের ধারাবাহিক অংশ হিসেবে বাংলাদেশের ৬ টি হাসপাতালে মাতৃ,শিশু মৃত্যহার কমানোর জন্য এই স্পেশাল কেয়ার ইউনিট বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি জানান। কক্সবাজার সদর হাসপাতালে গাইনী কনসালটেন্ট ডা মনোয়ারা সোলতানা লীনার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডাঃএবিএম মুছা, বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রখ্যাত নবজাতক িেশশু রোগ বিশেষঞ ডাঃ শহিদুল ইসলাম,ইউনিসেফের জোনাল হেড মাধুরী ব্যানার্জী,প্রোগ্রাম ম্যানেজার আইএমসি, ককসবাজ,রের সিভিল সার্জন ডাঃ কাজল কান্তি বড়–য়া অনুষ্টনে স্বাগত বক্তব্য ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পুচনু, স্পোশাল কেয়ার ইউনিট,বাস্তবায়নের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন। এছাড়া হাসপাতালের সকল,কর্মকর্তা, ডাক্তার, স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা উইস্থত ছিলেন। উল্লেখ্য ১৪ বেডের এই স্পেশাল কেয়ার ইউনিটটি ইউনিসেফের আর্থিক সহযোগীতায় বাস্তবায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্পেশাল কেয়ার ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সচিব মহোদয় কক্সবাজার মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন।
সংবাদদাতা বাবুলমিয়া মাহমুদ ককসবাজার ০১৮১৯০৩১১২৪