রমজান উদ্দিন পটল…টেকনাফের হ্নীলায় শেড সৌর্হাদ্য কর্মসুচী-২ এর আওতায় সিএইচডি ও মৎস্য আহরণকারী ৩৬ উপকারভোগীদের মধ্যে উপকার সহায়তা বিতরণ করা হয়েছে।সুত্র জানায়-১৭জুলাই বিকাল ৩টারদিকে বাংলাদেশ সরকার,ইউএসআইডি এবং কেয়ার বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহায়তায় শেড সংস্থা বাস্তবায়নে সৌর্হাদ্য-২ কর্মসুচীর আওতায় সহায়তা সামগ্রী বিতরণ সভা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি-সোলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি মেম্বার ফরিদুল আলম,এফ এফ দুলাল কান্তি দাস,গ্রামীণ কৃষি স্বেচছাসেবক-নুরুল আমিন,এম এন হুদা এবং ক্রয় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় সিএইচডি উপকারভোগী ৬জন অতিদরিদ্র নারীকে ১৮হাজার টাকা মূল্যের ৬টি ছাগল, এবং ৩০জন মৎস্য আহরণকারী উপকারভোগীদের মধ্যে ৫জনকে রশিসহ বাটাজাল,১২জন মৎস্যজীবিকে জাকিজালের উপকরণ সমুহ এবং ১৩জনকে ৯/৩,৬/৩ সাইজের ৩৫কেজি সুতাসহ মোট ৪৬হাজার টাকার সহায়তা উপকরণ হিসেবে প্রদান করা হয় । উপকার সহায়তা গ্রহণকারী সকলে সহায়তা গ্রহণ করে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তনঘটাবেন বলে মতামত দেন । ####################
Leave a Reply