আনোয়ার হোছাইন ঈদগাঁও চট্টগ্রাম-ককসবাজার মহাসড়কের ককসবাজার সদর উপজেলার ঈদগাঁওয়ের ইসলামপুর ইউনিয়নের ফুলছড়ি মাদ্রাসা রাস্তার মাথা এলাকায় ১০ আগস্ট সকাল ১১টায় ককসবাজারগামী মালবাহী ট্টাকের (চট্টগ্রাম-ন-৩২৭০) চাপায় সাদিয়া আক্তার (৮) নামের এক শিশু কন্যা ঘটনা স্থলেই নিহত হয়। নিহত শিশু স্থানীয় মাদ্রাসা পাড়া এলাকা এজাহার মিয়ার কন্যা। ওই দিন বিকাল ৪টায় নিহত শিশুর লাশ দাফন করা হয়। নিহতের চাচা সুলতান জানান, সাদিয়া মা ও দাদির সাথে ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী ঈদগাঁও বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠতে উক্ত স্থানে পৌছে অসতর্কতা বশত সড়ক পারাপার করতে গিয়ে দ্রুতগামী ট্টাকের চাপায় নিহত হয়। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply