নিজস্ব প্রতিনিধি…দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলার ন্যায় কক্সবাজারেও যথারীতি ঢিলেঢালাভাবে চলছে ছাত্রশিবিরের ডাকা মঙ্গলবারের আধাবেলা হরতাল। হরতাল শুরুর পর ওই এলাকায় কোথায়ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, শিবিরের ডাকা হরতালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখনও পাওয়া যায়নি। জনজীবন প্রায় স্বাভাবিক। সড়কে বড় ধরণের যানবাহন চলাচল না করলেও ছোট যানবাহন চলাচল করছে।
প্রসঙ্গত, রোববার কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলা শিবির সেক্রেটারি মাহফুজুল করিমকে গ্রেফতার করে। গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত-শিবিরের নাশকতার মামলায় শনাক্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজারে মঙ্গলবার আধাবেলা হরতাল পালন করছে শিবির। এদিকে হরতাল সকাল থেকেই দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে।তবে হরতালে রাস্তায় সীমিত গণপরিহন চলাচল করায় পথচারীদের গন্তব্যে যেতে কিছূটা দুর্ভোগে পড়তে হচ্ছে।
এদিকে হরতালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ওই সব এলাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার বলেন,‘হরতালে যেকোন ধরণের নাশকতা এড়াতে আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’ এদিকে হরতালে কোথাও পিকেটারদের পিকেটিং করতে দেখা যায়নি।
কক্সবাজার থানার ওসি জসিম উদ্দিন জানান,‘ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোন পিকেটিং কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কক্সবাজারসহ এসব এলাকায় হরতাল থাকায় আতঙ্কে কোন গণপরিবহন ও দুরপাল্লার যানবাহন চলাচল করছে না। তবে সিএনজি অটোরিকশা চলাচল করছে বলে তিনি জানান। হরতালে ওই এসব এলাকার বিভিন্ন সরকারি অফিস, স্কুল-কলেজ খোলা রয়েছে বলে জানা গেছে।