জাকারিয়া আলফাজ ॥ টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে অনুষ্ঠিত ডেইলপাড়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে বাজারপাড়া ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শাহপরীর দ্বীপ উত্তর পাড়া জুনিয়র ফুটবল একাদশ। ৭ জুলাই বিকালে শাহপরীরদ্বীপ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলা। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় উত্তরপাড়ার জুনিয়রের জাহেদ হোসেন, সেরা গোলরক্ষক উত্তর পাড়ার মোঃ আব্দুল্লাহ এবং সেরা গোলদাতার পুরষ্কার লাভ করেন বাজার পাড়ার মোঃ ইবরাহিম। খেলায় পরিচালনা করেন সাবরাং এর মোঃ শাহজাহান।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরাং ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সোনা আলী, টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন, ইউপি সদস্য আব্দু সালাম, ইউপি সদস্য নুরুল আমিন, শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ প্রমূখ।টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল, আতা উল্লাহ, আকতার হোসেন, মোহাম্মদ ফাইসেল পুরো টুর্ণামেন্ট সফল আয়োজনে খেলোয়াড়, দর্শক সহ এলাকাবাসীকে অভিনন্দন জানান।