মমতাজুল ইসলাম মনু …টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি জায়গায় সাগরে মাছ ধরতে গিয়ে মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী ‘নাসাকা’ অপহরণ করেছে ৮ বাংলাদেশী জেলেকে। বিজিবি টেকনাফ সদর দপ্তর এ খবর জানিয়েছে। বিজিবি আরো জানায়-১৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফ শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া গ্রামের ৮ জেলে কাশিম,জাবেদ আলী,আয়ুব আলী,আবদুল্লাহ,হাবিবুল্লাহ,মনু,জাকির হোসেন ও নবী হোসেনরা প্রতিদিনের মত এদিনও ডিঙ্গি নৌকা-জাল নিয়ে মাছ মারতে যায় সাগরে। রাত তখন দশটা ছুঁই ছুঁই। শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন দ্বীপের মাঝামাঝি জায়গায় জাল ফেলতে যাবে ঠিক এমন সময়ে সেদেশের সীমান্তের রক্ষী বাহিনী নাসাকা বাংলাদেশের সীমানায় ঢুকে আগে থেকে টার্গেট করে রাখা বাংলাদেশী মাছ ধরার নৌকার উপর স্বশস্ত্র হামলা চালিয়ে প্রথমে ৩ নৌকা পরে আরো ৫ নৌকা থেকে ৮ বাংলাদেশী জেলেকে অপহরণ করে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। রাত পেরিয়ে আসল ভোর। জেলেদের ফেরার অপেক্ষায় প্রহর গুনে নৌকা ও জালের মালিকরা। না,অবশেষে ফেরেনি কোন জেলে বাংলাদেশের কুলে। পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী ‘নাসাকা’কর্তৃক বাংলাদেশী জেলে অপহরণ বিষয়ে অবহিত করতে টেকনাফ ৪২ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল জাহিদ হাসানের কাছে ডিঙ্গি নৌকার মালিক শাহপরীর দ্বীপের জালিয়া পাড়ার আলী জহুর,মোঃ তৈয়ব,আবদুস শুকুর,আয়ুব আলী,হায়দর আলী,মোঃইসলাম ও মোঃ উল্লাহরা বিজিবির সহযোগিতা চেয়ে একটি লিখিত আবেদন দায়ের করেন বলে বিজিবি টেকনাফ সদর দপ্তর সুত্রে জানা গেছে। আবেদনে মালিকরা অপহৃত জেলেদেরকে নাসাকা বাহিনী সেদেশের ৭ নং সেক্টরের আলী মেন্ডার ক্যাম্পে আটকে রাখার অভিযোগ করেছে নৌকার মালিকরা। /////
Leave a Reply