বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাট সংলগ্ন নাফ নদীতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিজিবি।
কর্নেল ফয়সল বলেন, হস্তচালিত একটি নৌকায় করে দুজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের সীমানায় অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়লে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।
“এক পর্যায়ে নৌকায় থাকা একজন গুলিবিদ্ধ হয় এবং আরেকজন নৌকা থেকে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।”
পরে নৌকায় তল্লাশি করে ৫২ হাজার ইয়াবা ও একটি দেশিয় তৈরি বন্দুক পাওয়া যায় বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
তিনি বলেন, “সকালে শাহপরীর দ্বীপ এলাকায় নাফ নদীর পাড়ে স্থানীয়রা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবির সদস্যরা গিয়ে লাশটি উদ্ধার করে।
“ধারণা করা হচ্ছে, নাফ নদীতে বিজিবির সঙ্গে গোলাগুলির ঘটনায় লোকটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফয়সল।
Leave a Reply