নুর হাকিম আনোয়ার,টেকনাফ :
টেকনাফ শাহপরীর দ্বীপের সৌদি প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী ২ সন্তানের জনকের সাথে এক অজানার উদ্দেশ্য পাঁড়ি জমিয়েছে। এ চাঞল্যকর ঘটনাটি ঘটেছে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া এলাকায় । জানা যায়, বিগত ১০ বছর পূর্বে শাহপরীর দ্বীপের মাঝর পাড়া গ্রামের আহম্মদ হোসনের পুত্র হাফেজ আহম্মদ সাথে দক্ষিণ পাড়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে দিলদার বেগমের সাথে বিবাহ হয়। সৌদি প্রবাসীর স্ত্রী দিলদার বেগম বর্তমানে ৩ সন্তানের জননী । স্বাামী হাফেজ আহম্মদ প্রবাস জীবনে আছেন। স্বামী দীর্ঘদিন যাবত প্রবাস জীবনে থাকার সুযোগে উত্তর পাড়া গ্রামের মোঃ কালুর পুত্র ২ সন্তানের জনক মোঃ ইলয়াছের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। মোবাইল ফোনে প্রেমের আদান প্রদান এ পর্যায়ে প্রেম গভীরে পৌঁছার পর গত ২ নভেম্বর রাত ৮টার সময় ৩ সন্তানকে রেখে প্রকৃতিক ডাকে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে। প্রবাসী স্বামীর দেওয়া ৭ তোলা স্বর্ণ ও নগদ ৭লাখ টাকার লোভে ২ সন্তানের জনক মোঃ ইলিয়াছ এ চাঞল্যকর ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকার সচেতন মহলের ধারণা। প্রেমিক প্রেমিকা বর্তমানে ককক্সবাজারে অবস্থান করছেন। সৌদি প্রবাসীর পিতা আহম্মদ হোসেন স্থানীয় সংবাদকর্মীদের জানান,এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
এই রকম ঘটানার জন্য দায়ী স্বামী এবং শাশুর – শাশুরীর কারণ ওরা তাদের হাতে মোবাইল ফোন দিয়ে এরকম অবৈধ সম্পর্কের সুযোগ করে দিচ্ছে ।
Ami mone kori mobile phone use kora ekta meyer vilashi odhikar! Eta she kortei pare.ekta meye biye korche bole she tar shashur barite bondhi/ barrier e thakte paree na..
Ami mone kori ei ghotonar jonno tar husband e dai..karon,ekjon mohilar o tar shamir shathe doihik/manoshik onek kichu share korar odhikar rakhe ja mote o netibacok noy..r husband holo ekta wife er shobcheye boro friend and sesh asroy.jekhane tar sesh asroy theke dure,tar friend theke dure she ei dhoroner kaj kortei pare!
4 months er odhik husband dhure stay kora shoriot supported noi ,
a shob oboidho unsocial & uncultured kaaj er jonmoi to shoriot shommoto na chola theke .
So dush ta bor pokker holeo but women tar folafoll zero .kosto pabe .
Onek din dhore porobash jibon mote o valo noy. E khetre husband-wife uvoi e tader sharirik proyujon theke shuru kore manoshik sharing,cearing etc korte pare na..jar folee tara bipod gami hote baddho:(