হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ………নবাগত ইউএনও গতকাল ১৭ সেপ্টেম্বর শাহপরীরদ্বীপের বিধ্বস্থ বেড়ীবাঁধ ও টেকনাফ-শাহপরীরদ্বীপ বিধ্বস্থ সড়ক পরিদর্শন করেছেন। উপজেলা সমাজ সেবা অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসার এসময় তাঁর সাথে ছিলেন। জানা যায়- নবাগত ইউএনও মোঃ সামছুল ইসলাম গতকাল ১৭ সেপ্টেম্বর শাহপরীরদ্বীপ গিয়ে হেঁটে হেঁটে বিধ্বস্থ বেড়ীবাঁধের বিভিন্ন অংশ সরেজমিন পরিদর্শন করেন। এরপর তিনি ২টি স্কুল এবং সাবরাং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর তিনি টেকনাফে যোগদান করার পর দুর্গত শাহপরীরদ্বীপে এটাই তাঁর প্রথম সফর। ####################
Leave a Reply