টেকনাফের শাহপরীরদ্বীপ হুফ্ফাজ কমিটির উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা আজ আরম্ভ হচ্ছে। শাহপরীরদ্বীপ এলাকার ৮টি হিফজ খানার শতাধিক হাফেজে কুরআন উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। ৭ ফেব্র“য়ারী বৃহস্পতিবার সকাল ৮টায় প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া বাহরুল উলুম মাদ্রাসা মিলনায়তনে উক্ত প্রতিযোগিতা অনুষ্টিত হবে। হুফ্ফাজ কমিটির পরিচালক হাফেজ এনাম উল্লাহ জানান- এতে পরীক্ষক বা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও রহমানিয়া মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা মোঃ সুলাইমান কাসেমী, টেকনাফ বাসষ্টেশন জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল গফুর, সৌদি প্রবাসী হাফেজ আব্দুর রহমান। বড় মাদ্রাসার পরিচালক মাওঃ হোছাইন আহমদ জানান- বিজয়ীদের মধ্যে ১ম স্থানে ১০ হাজার, ২য় স্থানে ৫ হাজার ও ৩য় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারী প্রত্যেককে ২শত টাকা করে শান্তনা পুরস্কার প্রদান করা হবে। এদিকে ৭ ও ৮ ফেব্র“য়ারী প্রত্যেহ বাদে এশা তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মুফাচ্ছিরে কুরআন পটিয়া আরবী বিশ্ববিদ্যালয়ের পরিচালক আল্লামা আব্দুল হালিম বুখারী, রামুর হাফেজ মাওঃ আব্দুল হক ও চকরিয়ার আল্লামা মুস্তফা নুরী উপস্থিত থাকবেন। অপর দিকে আগামী ২ ও ৩ মার্চ জামিয়া আহমদিয়া বাহরুল উলুম মাদ্রাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাদ্রাসার মুহ্তামিম মাওঃ হোছাইন আহমদ।