বার্তা পরিবেশক দেশের অন্যতম ইসলামি গবেষক, কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক বলেছেন, রোজাদারদের জন্য মহান আল্লাহর উত্তম দান হলো বেহেস্ত। মহান আল্লাহর হাদিসে (হাদিসে কুদসী) বলেছেন, “আমার বান্দারা রোজা রাখে একমাত্র আমার জন্যই। তাই আমি নিজের হাতেই রোজাদারদের প্রতিদান দেবো।”মাওলানা মাহমুদুল হক বলেন, ‘প্রত্যেক বালেগ নরনারীর জন্যই রোজা রাখতে হবে। সেহেরী খেতে না পারাকে অজুহাত করে রোজা না রাখলে চলবে না। ঘুম ভাঙ্গার পরই রোজার নিয়ত করতে হবে। কেননা রোজাদারদের জন্য কেয়ামতের ময়দানে রাইয়ান দরজার ব্যবস্থা করবেন। ওই দরজা দিয়ে রোজাদারগণ ডুকবেন। আল্লাহ তাদের আপ্যায়িত করবেন।’তিনি মঙ্গলবার বিকালে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কক্সবাজার শাখার ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন।তিনি বলেন, ‘রোজা কেবল উম্মতে মুহাম্মদীর উপর ফরজ হয়নি। ইতিপূর্বেকার সকল নবী-রাসূলের উম্মতদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। যাতে মানুষ আল্লাহকে ভয় করার শিক্ষা পায়।’
ব্যাংকের সহকারি ভাইস-প্রেসিডেন্ট (এভিপি) ও কক্সবাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ এহছানের সভাপতিত্বে অনুষ্টিত ইফতারের আলোচনায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাসুদুর রহমান ও লালদীঘির পাড় বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি আতাউল্লাহ।
কক্সবাজার শহরের হোটেল সিলভার সাইনে অনুষ্টিত ইফতারে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ি, সাংবাদিক, নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাসুদুর রহমান
প্রিন্সিপাল অফিসার
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
Leave a Reply