শামলাপুর প্রতিবেদক॥
টেকনাফ শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় আকাশ ছোঁয়া মূল্যে ফরম ফিলাপ নির্ধারণ করায় চরম বিপাকে পড়েছে এলাকার সুবিধা বঞ্চি অভিবাবক মহল ও ছাত্র ছাত্রীরা। জেলার বিভিন্ন মাদ্রাসায় ফরম ফিলাপ সহ কোচিং ফি একত্রে ১০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করলেও শামলাপুর দারুল ইসলাম দাখিল মাদ্রায় নির্ধারণ করেছে এর দিগুণ, তথা ৪,০০০ টাকা। জানা যায় জে,ডি,সি, দাখিল, বিভিন্ন পরিক্ষা ও ভর্তি চলাকালে ছাত্র ছাত্রীদের ভর্তি ফি নির্ধারণ করে এরকম মোটা অংকের। যার ব্যায় ভার সহ্য করতে না পেরে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অনেক প্রতিভাময় ছাত্র ছাত্রী। নষ্ট হয়ে যাচ্ছে জাতির উজ্জল ভবিষ্যৎ। গত ২০১২ এর প্রথম দিকে মাদ্রাসাটির এরকম অনিয়মের বিরুদ্ধে টেকনাফ উপজেলা টি,এন,ও সতর্ক বাণী দিলেও মাদ্রাসাটি এ বাণী লঙ্ঘন করে আসছে প্রতি নিয়ত। এলাকার সুবিধা বঞ্চিত প্রজন্মের দিকে তাকিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের উক্ত অনিয়মের বিরুদ্ধে বিকল্প ব্যবস্থা নেয়া অতীব জরুরী।