মোজাম্মেল হক বাহার, শামলাপুর, টেকনাফ॥
গত ৩জানুয়ারী সি,এন,জি ও টমটমের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় আহত স্থানীয় শামলাপুরের নুরুল কবিরের পুত্র বিশিষ্ঠ যুবলীগ নেতা আব্দুশ শুক্কুর সোনার বাংলা ও একই গ্রামের আব্দুল হকের পুত্র বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ইমনের অবস্থা এখন চরমে। শামলাপুর আল-হোসাইন হেলথ কেয়ারের কর্তব্যরত চিকিৎসক জানান, আব্দুশ শুক্কুর সোনার বাংলার হাত ও কোমরে মারাতœক আঘাত লেগেছে, সুস্থ হতে আরো কিছুদিন হাসপাতালে অবস্থান করতে হবে। এদিকে ইব্রাহীম ইমনের অবস্থাও গুরুতর, তারও জরুরী চিকিৎসা প্রয়োজন। তাদের দেখার জন্য আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,ওলামালীগ সহ অঙ্গ সংঠণের নেতাকর্মীরা হাসপাতালে ভীড় জমান।