বাবুলমিয়া মাহমুদ= বর্ষা মেীসুমকে সামনে রেখে পর্যটন শহর ককসবাজাওে ছিনতাইকারী ও পকেটমারের উপদ্রব আশংকাজনকহারে বেড়ে গেছে। এসব সংঘবদ্ধ পকেটমার ও ছিনতাইকারীরা সাধারণ মানুষের সবকিছু ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে শহরের হাসপাতাল সড়ক, প্রধান সড়কের পেট্রোলপাম্প, পানবাজাররোড, লালদিঘীরপাড়, বার্মিজ মার্কেট, গোলদিঘীর পাড়, জেলা সদর হাসপাতাল জন সমাগমপূর্ণ বিভিন্ন বিপনী বিতানের ভিতরে ভদ্র ক্রেতা এবং বিভিন্ন ডাক্তারদেও চেম্বারে রোগী কিংবা রোগীর অভিভাবক বেশে ও পুরুষ ও মহিলা পকেটমাররা সাধারণ মানুষের সব কিছু ছিনিয়ে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন রাস্তার মোডে কিছু হালকা পাতলা শরীরের পকেটমার মহিলাদের হাত ব্যাগ লক্ষ করে ঘুরাঘুরি করে সুযোগ বুঝে মোবাইল টাকা ও মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায়। এবং সার্কিট হাউস রোড, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, বৌদ্ধ মন্দির সড়ক, ঘোনারপাড়া এলাকায় ছিনতাইকারীর উপদ্রব বেড়ে গেছে। প্রতিনিয়ত শহরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে চিকিৎসা, ব্যবসা,কোর্টে হাজিরা, মার্কেটিং আসা লোকজন সব কিছু হারিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়প্রতিনিয়ত এমন অহরহ ঘটনা ঘটলে কিছু কিছু পকেটমার ধরা পড়লেও সাধারণ মানুষ উত্তম,মধ্যম ধোলাই দিয়ে ছেড়ে দিলে আবার একই কায়দায় পকেটমারা শুরু করে দেয়। শহরের সচেতন মহল মনে করেন সেসব অপরাধীদের পেছনে কিছু প্রভাবশালী গড ফাদার রয়েছে। শহর থেকে ছিনতাইকারী ও পকেটমারদের ছিিহ্নত করে গ্রেফতারের ব্যাপারে
ককসবাজারের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।