১৮ জুলাই: আমেরিকায় চিকিৎসাধীন লেখক হুমায়ুন আহমেদের চিকিৎসকরা বাংলাদেশ সময় বুধবার রাতে জানিয়েছেন, হুমায়ুনের শরীরে একটি ভাইরাস সংক্রমিত হবার পরে এখন তার ফুসফুসে পানি জমছে এবং সংজ্ঞাহীন অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ- ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে। কিন্তু ভাইরাসটি চিহ্নিত করতে না পারায় চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বুধবার রাতে এ কথা জানিয়েছেন একটি বার্তা সংস্থাকে।
ড. এম এ মোমেন জানান, চিকিৎসকরা এখনো ভাইরাসটি শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন। ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রাখলেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।
নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ূনকে দেখতে মঙ্গলবার হাসপাতালে গিয়েছিলেন ড. মোমেন।
বৃহদান্ত্রে ক্যান্সার শনাক্ত হলে গত সেপ্টেম্বরে চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যান হুমায়ূন আহমেদ। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন তিনি।
পরে দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর গত মাসে বেলভ্যু হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. জেইন এবং ক্যান্সার সার্জন জজ মিলারের নেতৃত্বে হুমায়ূন আহমেদের দেহে অস্ত্রোপচার হয়।
বর্তমানে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার ছোট ভাই ড. মুহম্মদ জাফর ইকবাল নিউ ইয়র্কে তার কাছে আছেন।
Leave a Reply