মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন পাঁচ মন্ত্রী এবং দুই প্রতিমন্ত্রী। মন্ত্রী হিসেবে শপথ নেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় সংসদের হুইপ মুজিবুল হক, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য এ এইচ মাহমুদ আলী ও যশোর-২ আসনের সংসদ সদস্য মোস্তফা ফারুখ মোহাম্মদ।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেব শপথ নেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ফারুক চৌধুরী এবং চুয়াডাঙ্গার সংসদ সদস্য আব্দুল হাই।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গভবনে তারা শপথ নেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply