হুমায়ূন রশিদ,টেকনাফ।
লেদা রোহিঙ্গা বস্তির ৫ মালয়েশিয়া যাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবী করছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। বিজিবির সহায়তায় ৪জন ও মুক্তিপণ দিয়ে অপর জন মুক্ত হয়েছে ।
অভিযোগে জানাযায়-৭জানুয়ারী বিকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডাকাত রহিম উল্লাহ, শামসু, ক্যারাটি ছৈয়দ, রঙ্গিখালী এলাকার গুরা মিয়ার পুত্র মিজানুর রহমান বাগাইস্যা, ফায়সাল গং মিলে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির ছৈয়দ, এহসান উল্লাহ,নজির আহমদসহ ৫জন মালয়েশিয়াগামী রোহিঙ্গাকে অপহরন করে পাহাড়ে নিয়ে যায়। এরপর তাদের আতœীয়-স্বজনের কাছ হতে ১লাখ ২০হাজার টাকা মুক্তিপণ দাবী করেন। সন্ধ্যায় খবর পেয়ে হ্নীলা স্থানীয় বিজিবির কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করলে ৪জনকে উদ্ধার করে। এহসান উল্লাহ নামে ১জনকে কৌশলে রেখে দেয়। সকালে ০১৮৪৩-২৬৪৫৬২ নাম্বারের মোবাইল থেকে দাবীকৃত টাকা নিয়ে রঙ্গিখালী রাস্তার মাথায় আসতে বলে। অবশেষে বিকালে অপহৃতের ভাই কক্সবাজার থেকে টেকনাফের এক বিকাশ এজেন্টে ১০হাজার টাকা প্রেরণ করলে অপহরণকারী চক্র এহসানকে মুক্তি দেয়। এ ব্যাপারে অভিযুক্ত ফায়সাল, বাগাইস্যার পিতা গুরা মিয়া জানান-আমার ছেলেরা এ কাজে জড়িত নই। উক্ত মোবাইল নম্বরও আমার ছেলেদেও নই। হয়তো এলাকার একটি প্রতিপক্ষ গ্রুপ এই অপকর্মে আমার ছেলেদেও নাম ব্যবহার করছে।
#######################################################