হুমায়ুন রশিদ,টেকনাফ। (টেকনাফ নিউজ ডটকম)
টেকনাফের লেদা আন-রেজিষ্টার্ড রোহিঙ্গা বস্তিতে প্রভাবশালীদের ছত্র ছায়ায় বেশ কয়েকটি ভিসি আর হলে প্রতিযোগিতামুলকভাবে চলছে অবৈধ ভিসিআর প্রর্দশনী এবং নানা প্রকারের জুয়ার আসর। এসব অবৈধ কর্মকান্ড দমন করার কেউ না থাকায় উক্ত শরণার্থী ক্যাম্পের আইন-শৃংখলার চরম অবনতি ঘটছে।
সরেজমিনে দেখাযায়-হ্নীলা ইউনিয়নের লেদা আন-রেজিষ্টার্ড রোহিঙ্গা বস্তিতে স্থানীয় মুফিজুল আলম,জাফর আলম,মোহাম্মদ কালু,ছাদেক,রফিক,জাহাঙ্গীর,বার্মাইয়া নুরুল ইসলাম গং সকাল ৮টার পর হতে ভিসিআর হলে ছবি প্রদর্শন শুরু করে। ভিসিআর হল সমুহের বিকট শব্দে স্থানীয় মক্তবের শিশুরা পড়া-শুনা করতে পারেনা। মুসল্লীরা নিয়মিত নামাজ আদায় করা দায় হয়ে পড়েছে। ক্যাম্পে আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য থাকলেও রহস্যজনক কারনে দমন করতে পারছেনা। এছাড়া নিয়মিত মদ-জুয়ার আসর তো রয়েছে। ৩০ নভেম্বর সন্ধ্যায় জুয়ার আসরের মোটাংকের টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে ২পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোহিঙ্গা বস্তির সচেতন মুসল্লীরা এসব দমনে আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করেছেন।####################
Leave a Reply