নুর হাকিম আনোয়ার,টেকনাফ টেকনাফ উপজেলার একমাত্র শ্রেষ্ঠ মহিলা বিদ্যাপীঠ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মুহিউচ্ছুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় টেকনাফ উপজেলার নিবার্হী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দীন বিদায় উপলক্ষ্যে ২৬ আগস্ট সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে মোঃ শফিকের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্টান পরিচালনা করেন টেকনাফ নিউজ ডটকমের সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, এতে সভাপতিত্বে করেন দৈনিক ককক্সাবাজার বার্তার সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছৈয়দ হোছাইন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও আ ন ম নাজিম উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র – মাওলানা মুজিবুর রহমান, পল্লী বিদ্যুতের টেকনাফের ডিজিএম কামাল হোসেন, সমবায় কর্মকর্তা বখতিয়ার হোসেন,টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলম,মহিলা মেম্বার রানু আকতার, যুবনেতা শাহ আলম সিকাদার,যুবনেতা মোঃ ইউনুছ, সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী, নুর হাকিম আনোয়ার, মাষ্টার শওকত আলী,মাস্টার আবদুর জলিল,আমির হামজা,বশির আহম্মদ,রশিদ মিয়া,নাজির হোসেন, মোঃ আমিন ,মোঃ হোছাইন,আবদু সালাম,শিক্ষক,শিক্ষিকা যথাক্রমে জাহানারা বেগম, আজগর আলী,হারুন,সুইটি আকতার,নাসরিন সুলতানা, ওয়াজ উদ্দীন,মামুনুর রশিদ,হারুনুর রশিদ,মাজুমা খাতুন, প্রমূখ। সভাশেষে বিদায়ী ইউএনও নাজিম উদ্দীনকে মাদ্রাসার পক্ষ থেকে উপহার তুলে দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ছৈয়দ হোছাইন, মোঃ আলম মেম্বার,যুবনেতা শাহ আলম ও মোঃ ইউনুছ । টেকনাফের বিদায়ী ইউ এন ও আ ন ম নাজিম উদ্দীন
বলেন- একজন শিক্ষিত মা জাতি এবং সমাজের অমূল্য সম্পদ, শিক্ষিত মা ই পরিবর্তন আনতে পাওে একটি সমাজের । সবাইকে মাদ্রাসার উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।###
Leave a Reply