মো. নুরুল করিম আরমান, লামা বাজারের ২টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্য জব্দ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মাধবী লতা আসাম লামা বাজারের ছবুর স্টোর ও বাদশা ডিপার্টমেন্টাল স্টোর থেকে এসব খাদ্য পন্য জব্দ করেন। মেয়াদ উত্তীর্ণ খাদ্য পন্যের মধ্যে ছিল কোমল পানীয় সেভেন আপ, জুস, ফান্টা ও বিভিন্ন কোম্পানীর বিস্কুট সামগ্রী। দুপুরে জব্দকৃত খাদ্য পন্য সমূহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শফিউর রহমানের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ সময় স্যানিটারী ইন্সপেক্টর মাধবী লতা আসাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক থুইনিমং মার্মাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে মোছলেকা নিয়ে দুই ব্যবসায়ীকে ছেড়ে দেয়া হয়। #
Leave a Reply