বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
আজ শুক্রবার দুপুর ১২টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ কর্মসূচি ঘোষণা করেন।
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে জানান শামসুজ্জামান।