গাইবান্ধা, ৬ সেপ্টেম্বর: ট্রেন থেকে পড়ে গেলেন যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুর কাদের। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে গাইবান্ধা রেল স্টেশনে এ দুর্ঘটানা ঘটে।
বৃহস্পতিবার রেল মন্ত্রী লালমণি এক্সপ্রেস ট্রেনে চড়ে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরছিলেন। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ট্রেনটি গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। এ সময় জেলা আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলের তোড়া দেয়া হয়।পরে রংপুর ও লালমণি এক্সপ্রেস ট্রেনের বগি ও আসন বাড়ানোর জন্য মন্ত্রীর কাছে স্টেশন থেকে যাত্রীরা দাবি জানাতে থাকেন। এ সময় মন্ত্রী ট্রেনের দরজায় দাঁড়িয়ে তাদের উদ্দেশে বক্তব্য দেয়া শুরু করেন।তখন ট্রেনটি চলতে শুরু করে এবং মন্ত্রী স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে যান। তাকে সবাই ধরাধরি করে রক্ষা করেন। ফলে অল্পের জন্য তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান
Leave a Reply