হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ…তথ্য অধিকার নিশ্চিত করণে কমিউনিটি রেডিওর ভূমিকা শীর্ষক ১০ তম আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের সেমিনার ও কর্মশালা ৪ অক্টোবর টেকনাফে অনুষ্ঠিত হয়েছে। ফ্রি প্রেস আন-লিমিটেড, বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন এর সহায়তায় রেডিও নাফ ৯৯.২ এফ এম টেকনাফ এর উদ্যোক্তা বেসরকারী সংস্থা একলাব এই অনুষ্ঠানের আয়োজন করে।টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সামছুল ইসলাম মেহেদী। স্বাগতবক্তব্য রাখেন একলাবের নির্বাহী সদস্য খন্দকার শফিকুল ইসলাম। রেডিও নাফ ৯৯.২ এফ এম টেকনাফ এবং বিস্তারিত তুলে ধরে আলোচনা করেন বি এন এন আরসির সমন্বয়কারী মার্ক মানস সাহা। বক্তব্য রাখেন- সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল-মামুন, প্রাণীসম্পদ অফিসার হুমায়ুন কবির, টেকনাফ পৌর প্যানেল মেয়র-৩ রুবিনা আক্তার রুবি, সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, এনজিও সংস্থা হিতৈশী বাংলাদেশ এর টেকনাফ উপজেলা সমন্বয়কারী তোজাম্মেল হোসেন, নারী নেত্রী কুলসুমা বেগম, এজাহার গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী। কর্মশালয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রেডিও নাফ ৯৯.২ এফএম টেকনাফ এর কলাকুশলী, স্কুল শিক্ষার্থী, টেকনাফ নিউজ ডট কম’র সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সাইফীসহ মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত জাতি সংঘের ওয়াংগিরি মাথাই পুরস্কার প্রাপ্ত খুরশিদা বেগমকে প্রকৃতি রক্ষার বিশেষ অবদানের জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।######
Leave a Reply