মুহাম্মদ আবু বকর ছিদ্দিক…..রামু থানার পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে ১৭ বছরের হত্যা মামলার পলাতক আসামীসহ ৪জনকে আটক করা হয়েছে। ৫ডিসেম্বর গভীর রাতে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের গণিয়াকাটা, লামার পাড়া থেকে ৪টি ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার করা হয়। রামু থানার অফিসার এস.আই সোহেলের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯৯৭ সালের হত্যা মামলার ১৭ বছরের পলাতক আসামী হলেন, আলী আকবরের পুত্র সুলতান আহমদ (৪৫), বন মামলার ৪১/১০ মৃত নাসির আহমদের পুত্র আবদুল হক (২৫)। সি/আর মামলা অলি আহমদের পুত্র মোহাম্মদ হানিফ (২৫) ফরিদুল আলমের পুত্র আইয়ুব আলী (২৮) কে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানা ওসি। অভিযানে ছিলেন এস.আই লিমন বোস, সুরজীত বড়–য়া, এ.এস.আই মাহফুজুর রহমান, রামু থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, রামু থানার ধারাবাহিক অভিযানের মধ্য দিয়ে ১৭ বছরের হত্যা মামলার পলাতক আসামীসহ বিভিন্ন মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করে জেল কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান অপরাধচক্র সহ বিশেষ অভিযানের প্রক্রিয়া অব্যাহত থাকবে।