কক্সবাজার ডিবি পুলিশের অভিযানে ৩৫০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক হয়েছে। ডিবি পুলিশের এএসআই খোরশেদ আলমের নেতৃত্বে চলা কলাতলী আবাসিক এলাকা থেকে ২২ ডিসেম্বর রাতে আটক হওয়া যুবকের নাম সাকের মিয়া। সে টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল এলাকার কবির আহমদের পুত্র বলে জানা গেছে। আটককৃত সাকের মিয়ার বিরুদ্ধে মাদক আইনে কক্সবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।