বার্তা পরিবেশক……রামু উপজেলার ৩টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি মঙ্গলবার সারাদিন উপজেলার চাকমারকুল, ফতেখাঁরকুল ও রাজারকুল ইউনিয়নে বন্যাদূর্গত মানুষের মাঝে নিজ হাতে ত্রাণ তুলে দেন। তিনি দূর্গত মানুষের কথা শুনেন। তাদের দূর্দশায় সহমর্মিতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘রামু উপজেলায় বন্যা যে ক্ষতি হয়েছে তা সহজেই পূরণ হবার নয়। মানুষের দূর্ভোগ চোখে না দেখলে বিশ্বাস হবার মতো নয়। রামুর মানুষকে এমন দুঃসহ জীবন থেকে উদ্ধার করার জন্য সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসতে হবে।’
সহিদুজ্জামান বলেন, ‘সরকারের ত্রাণে কখনোই দূর্গত মানুষের অভাব পূরণ হয় না। আমরা যারা সমাজে আর্থিক ভাবে মানুষ আছি তারা চাইলে বন্যাদূর্গত মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে।’
তিনি সরকারের পাশাপাশি সমাজের হৃদয়বান ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সাবেক এই সাংসদ মঙ্গলবার সকাল থেকে চাকমারকুল, ফতেখাঁরকুল ও রাজারকুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সদস্য শাহাব উদ্দিন চৌধুরী, মোস্তফা জামান শাহীন, কাজী শহিদুল্লাহ সিকদার, বিএনপি নেতা মোস্তফা কামাল, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আমিনুল হক চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, করিম সওদাগর, ছাত্রনেতা আরিফুর রশীদ, রুকনুজ্জামান চৌধুরী, চাকমারকুলের আজিজ মেম্বার, মোহাম্মদ হোসেন মেম্বার ও হোসেন মাতবর, মেরুংলোয়ার দিদারুল আলম, নাছির উদ্দিন ও দিদার এবং আজিজুর রহমান সিকদার প্রমূখ।
সংবাদ প্রেরক
আনছার হোসেন
কক্সবাজার।
Leave a Reply