মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু::::বাঁকখালী নদীতে খেলতে নেমে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের পার্শ্ববর্তী বাঁকখালী নদীতে কলা গাছের ভোর নিয়ে খেলতে গিয়ে ২জনের মৃত্যু এবং ২জন জীবিত উদ্ধার। সরেজমিনে পরিদর্শনে জানা যায়, ১২জুলাই জু’মার নামাযের আগে গোসল করতে গিয়ে কলা গাছের ভোর নিয়ে খেলার সময় নদীর পানির স্রোতে ভেসে গিয়ে ডুবে যায়। একই এলাকার ৪ শিশুর মধ্যে ২জনের মৃত্যু। তারমধ্যে আজিজুর রহমানের মেয়ে মাহিয়া আকতার(৯), আবদুর রহিমের মেয়ে নাইমা আকতার(৮) এবং যাদেরকে জীবিত উদ্ধার করা হয় তাদের মধ্যে ইসমাইলের মেয়ে সুমাইয়া আকতার(১০), আমির হোছেনের মেয়ে উর্মি আকতার(১০)। জু’মার নামাযের আগে তারা গোসল করতে খেলার সময় ৪শিশু বাঁকখালী নদীতে ডুবে যায়। জু’মার নামাযের পরপরই পার্শ্বোক্ত লোকেরা দেখতে পাই। জনসাধারণ এগিয়ে আসে বাঁকখালী নদীতে গিয়ে পানিতে অনেক খোঁজাখুজি করার পর ২জনকে জীবিত উদ্ধার করা হয়। অপর দু’জনের মধ্যে ১জনকে প্রায় ৫ঘন্টা পরে মৃত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এবং অপর জন এখনও আজিজুর রহমানের মেয়ে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। পানিতে ডুবে ২শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।