নিজস্ব প্রতিবেদক…মহানবী (সঃ) কে অবমাননার করে যুক্তরাষ্টে চলচ্চিত্র নির্মানের প্রতিবাদে রামুর খুনিয়া পালংয়ে দারিয়ার দীঘি ১নং ওয়াডের মেম্বার আলমগীর (চোট্টু) নেতৃত্বে গত শুক্রবার বাদে জুমা এক বিক্ষোভ মিছিল তোয়াইংঙ্গা কাটাকেন্দ্রীয় জামে থেকে বের হয়ে দারিয়ার দীঘি বড় ডেবা-প্রদক্ষিণ করে মরিচ্যা বাজার এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, রুমখা পালং আলিম মাদ্রাসার সহ সুপার মাওঃ মুহিবউল্লাহ, রহমানিয়া মাদ্রাসার পরিচালক মাওঃ মোস্তাফিজুর রহমান, দারিয়ার দীঘি মাদ্রাসার খতিব,মাওঃ ফরিদুল আলম ধেছুয়া পালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ওসমান গনি,ঘোয়ালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সমাজ সেবক মাষ্টার জমির উদ্দিন,মাওঃ গোলামসোবহান,মাষ্টার সব্বির আহমদ,নুরুল হক,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।এদিকে রামুসহ বিভিন্নস্থানে মহানবী (সঃ) কে অবমাননার করে নতুন ভাবে ষড়যন্ত্র সৃষ্টি হওয়ায় মুসলিম সমাজ ফুঁসে উঠছে। অবিলম্বে সেই বিয়াদবদের দৃষ্টান্তমূলক ফাঁসি দাবী করা হয়।
Leave a Reply