মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,…রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার প্রেক্ষাপটে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে। গতকাল ৬ অক্টোবর বিকেলে রামু চৌমুহনী ষ্টেশন চত্ত্বরে রামু স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালীর সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এ জনপদের স¤র্পক হাজার বছরের। রামুর প্রতিটি স্তরে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি মিশে রয়েছে।
এ জনপদের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলে রামুতে সকল ধর্মীয় মানুষের সৌহার্দ্যপূর্ন অবস্থান সমগ্র বাংলাদেশে ঐতিহ্যগতভাবে বিদ্যমান। বক্তারা বলেন, রামুর মানুষের মাঝে এ সম্প্রীতি বিনষ্ট করতে এবং দেশ ও বিদেশে হাসিনা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে বৌদ্ধ মন্দির ও পল্লীতে এ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কোন সভ্য সমাজের মানুষ মানবতা বিরোধী এ রকম ঘৃনীত কর্মকান্ডে লিপ্ত হতে পারে না, এ বর্বরোচিত ঘটনায় বৌদ্ধ সম্প্রদায় নয়, পুরো রামুবাসী ক্ষতিগ্রস্থের শিকার হয়েছে। বক্তারা অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়িয়ে রামুর বৌদ্ধ ও মুসলমানদের মধ্যে আস্থা ও সম্প্রীতির ভাব ফিরিয়ে আনতে সকলকে এক যোগে কাছ করার আহবান জানান এবং প্রকৃত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও রাজনৈতিক প্রতিহিংসা বশত নিরাপরাধ মানুষদের হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার। প্রধান আলোচক ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক পংকজ দেবনাথ। রামু স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা টিপু,সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া,ধর্ম বিষয়ক সম্পাদক রাহুল বড়–য়া,কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহিম উদ্দিন,সাধারন সম্পাদক কায়সারুল হক জুয়েল, কেন্দ্রিয় নেতা জিল্লুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের চট্রগ্রাম দক্ষিন জেলা আহবায়ক মোঃ জুবায়ের,মহানগর সদস্য মোঃ নুরুল কবির,আজাদ খান অভি,মোঃ আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা দুপুরে ক্ষতিগ্রস্থ বৌদ্ধ মন্দির ও পল্লী পরিদর্শন করেন।
Leave a Reply