মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ….দীর্ঘদিন ধরে চড়া দামে সার বিক্রি করার অভিযোগে রামুর সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বেলালের মালিকানাধীন সারের দোকান ‘মাহবুব এলাহী টেডার্স’ সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবি চন্দ শনিবার বেলা ২টার দিকে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মুজিবুর রহমান বেলাল দীর্ঘদিন ধরে চড়া দামে সার বিক্রি ও সার পাচারের সাথেও জড়িত ছিলেন। ইতিপূর্বেকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি ওই অপকর্ম চালিয়ে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবি চন্দের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার ‘মাহবুব এলাহী টেডার্সে’ অভিযান চালায়। ওই সময় দোকানের মালিকপক্ষের কাউকে না পাওয়ায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দোকানটি সিলগালা করে দেয়া হয়।
কৃষকদের অভিযোগ, মাহবুব এলাহী ট্রেডার্স দীর্ঘদিন ধরে চড়া দামে সার বিক্রি করে আসছিল। কৃষকরা তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিলেন। প্রতিবাদ করেও কোন ফল পাওয়া যায়নি।
সংশ্লিষ্টদের অভিযোগ, মুজিবুর রহমান বেলাল দীর্ঘদিন ধরে প্রশাসনকে ম্যানেজ করে চড়া দামে সার বিক্রি করে আসছিল। ইতিপূর্বেকার কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোটা অংকের বিনিময়ে ম্যানেজ এই কাজ চালিয়ে যেতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানান, মুজিবুর রহমান বেলাল বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও ম্যানেজ করতে নানা ভাবে চেষ্টা তদবির করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন।
ওই কর্মকর্তা বলেন, এই বেলাল অন্য ইউএনওদের সময়ে তাদের চেম্বারে এসে বসে থাকতেন। কিন্তু এবার এসে সেই সুযোগ পাচ্ছেন না।
এ ব্যাপারে মুজিবুর রহমান বেলালের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply