আগামী ২৯ সেপ্টেম্বর রাজবাড়ীতে জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের দেশব্যাপী জেলা সফরের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হবে। স্থানীয় ১৮-দলীয় জোট এই কর্মসূচি আয়োজন করবে।
খালেদা জিয়ার জনসভা উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ ও শামীমুর রহমান, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply