মুহাম্মদ আবু বকর ছিদ্দিক…খালেদা জিয়া আসছে রামুবাসী জাগছে! কে বলছে জিয়া নাই, জিয়া আছে বাংলায় এই স্লোগানকে ধারণ করে নতুন আমেজে খালেদা জিয়ার আগমনে পুরো রামু- কক্সবাজারকে সাজ-সজ্জিত করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বি.এন.পি নেতা-কর্মীরা। রামুকে ঘিরে ডিজিটাল ব্যানার, ফেইজটোন ও সংবর্ধনা গেইটসহ বিরোধী দলীয় নেত্রীর সম্প্রীতি সমাবেশের মঞ্চ রামু কেন্দ্রীয় হাই স্কুল মাঠের কাজ সম্পন্ন করেছে। আজ ১০ সেপ্টেম্বর বিকাল ৩টায় বি.এন.পির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বড়–য়া সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ এলাকা এবং কেন্দ্রীয় সীমাবিহার পরিদর্শন ও বৌদ্ধ মন্দির, ঘর-বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের বিষয়ে খোজখবর নিবেন এবং দলের পক্ষ থেকে সহমর্মিতা জানাবেন। রামু হাই স্কুল মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জানা যায়, বিরোধী দলীয় নেত্রীর সাথে বিএনপির ভারপ্রাপ্ত মহা-সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা বক্তব্য রাখবেন। রামু- কক্সবাজারে এবারের বিরোধী দলীয় নেত্রীর আগমন উপলক্ষ্যে উৎসবমুখর আমেজ দেখা দিয়েছে। আজ সম্প্রীতি ও বিশাল জনসমাবেশে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন কক্সবাজারের চার আসনের বিএনপির একমাত্র নির্বাচিত এমপি সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। বিভিন্ন নেতাকর্মীর সাথে আলাপকালে জানা যায়, আগের রাজনৈতিক দ্বন্ধ, ব্যাথা-বেদনা ভুলে গিয়ে বেগম খালেদা জিয়ার আগমনকে স্বাগত জানান। বিভিন্ন পোষ্টার, ফেইজটোন, ডিজিটাল ব্যানারসহ বেশির ভাগই বিএনপির নির্বাচিত এমপি লুৎফর রহমান কাজলের ছবি এবং সমর্থক বিভিন্ন স্বাগত গেইট, ব্যানার দেখা দিয়েছে। উল্লেখ্য রামু বৌদ্ধ সম্প্রদায়ের উপর সংঘটিত হামলার ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে দলীয় তহবিল থেকে সাহায্য প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply