১ আগস্ট: সাবমেরিন কেবলের মেরামতের জন্য বৃহস্পতিবার প্রথম প্রহর থেকেই চার ঘণ্টা ইন্টারনেট সংযোগ থেকে বিছিন্ন থাকবে বাংলাদেশ।বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্র জানায়, কক্সবাজারে সাবমেরিন কেবল ১.১ সেগমেন্টে মানোন্নয়নের কাজের কারণে রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ইন্টারনেট সুবিধা বন্ধ থাকবে।ইন্টারনেট সেবাদাতা সংগঠন আইএসপিএবি সূত্রে জানা গেছে, সাবরেমিন কেবল মেরামতের জন্য বৃহস্পতিবার রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা সাময়িক ব্যাহত হবে। সাবমেরিন কেবলের মানোন্নয়ন করায় সাময়িকভাবে ইন্টারনেট সংযোগের বাইরে থাকতে হবে ব্যবহারকারীদের।বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) ইন্টারনেট বন্ধ রাখার এ তথ্য জানিয়ে আইএসপিএবির কাছে মেইল পাঠিয়েছে বলেও জানা গেছে।
Leave a Reply