টেকনাফ নিউজ ডেঙ্ক *** জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া।
রাত ৯টায় বেগম খালেদা জিয়া আর ১০টার পর শেখ হাসিনা অনুষ্ঠানে যোগ দেবেন বলে তামিমের পারিবারিক সূত্র নতুন বার্তাকে নিশ্চিত করেছে।
দুই নেত্রী ছাড়াও বৌভাত অনুষ্ঠানে দেশে শীর্ষ রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঢাকায় প্রায় দুই হাজার দাওয়াতপত্র বিতরণ করেছেন তামিম।
গত ২৩ জুন চট্টগ্রাম ক্লাবে জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।