টেকনাফ নিউজ ডেস্ক :: রমজানে তফসিলি ব্যাংকগুলোর নতুন সময়সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলো সকাল সাড়ে নয়টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকবে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন আড়াইটা পর্যন্ত।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপার ভিশন বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশ প্রদান করা হয়।
বিভাগের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়, সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ওই সময় ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত রাখতে হবে। রমজান শেষে ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সীমা পূর্বের ন্যায় বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।