টেকনাফ নিউজ ডেস্ক ***১৪৩৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে (টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭) অথবা অন্য কোনো উপায়ে জানানোর অনুরোধ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কথা ভাবছে মন্ত্রণালয়
রমজান মাসের অর্ধেক সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচির কারণে এ বছর শিক্ষার্থীদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্যই এই চিন্তাভাবনা। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বার্ষিক শিক্ষাপঞ্জি অনুসারে ১১ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি শুরু হওয়ার কথা ছিল।
এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কালের কণ্ঠকে জানান, বছর কয়েক আগেও রমজানের একটা সময় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকত। কিন্তু দু-তিন বছর থেকে রাজধানীর যানজট পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হচ্ছে। কিন্তু এ বছর রাজনৈতিক কর্মসূচির কারণে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই রমজান মাসের কিছুটা সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার চিন্তাভাবনা করা হচ্ছে।