মোঃ রেজাউল করিম,…ঈদগাঁওতে রবি’র রিচার্জ ব্যবসায়ীদের অবাধ বাণিজ্য চলছে। নিয়ন্ত্রণহীন এ ব্যবসায় জড়িতরা দিন দিন হয়ে উঠেছে বেপরোয়া। ১০টাকা রিচার্জে ১১টাকা, ১৯টাকায় ২০টাকায়, ৩০টাকার রিচার্জে ২৯টাকা দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ টাকা। মোবাইল কোম্পানীদের যোগাসাজসে এ ব্যবসা চলাচ্ছে বলে জানালে একাধিক রবি’র রিচার্জ গ্রাহক। ঈদগাঁওত মোবাইল ফোন রিচার্জ এসোসিয়েশনের কোন শাখা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বাসষ্টেশনের বেশ’কটি দোকানে ১টাকা কমিশন না নিলেও পানের দোকানের রিচার্জ সেন্টার গুলো ঠিকই ১টাকা করে বেশি নিচ্ছে। এ অবস্থা চলছে ডিসি সড়কের সব দোকানে। বিশেষ করে নিউ মার্কেটস্থ দোকান, ফোরস্টার সম্মুখস্থ দোকান, বাঁশঘাটাস্থ দোকান, লুতুমিয়ার বাড়ীর সম্মুখস্থ দোকান অন্যতম। যে যার মতন করে এ ব্যবসা চালালেও গ্রাহকেরা দিন দিন ফতুর বনে যাচ্ছে। মোবাইল ফোন রিচার্জ সেন্টার থেকে বেশির ভাগ পানের দোকান,কুলিং কর্ণার,চায়ের দোকান ও মুদির দোকানীরা বেশি গলাকাটা বাণিজ্য করছে। ঈদগাঁওতে রিচার্জ ব্যবসায়ীদের কোন ধরাবাঁধা নিয়ম নেই। অন্যদিকে মোবাইল ফোন কোম্পানীরা ও এক এক জনকে এক এক রকম সুবিধা দিচ্ছে। যার কারণে এ ব্যবসায় জড়িতদের সাথে হামেশা গ্রাহকদের বাক বিতন্ডা লেগেই আছে। সূত্র জানায়, ১হাজার টাকার রবি রিচার্জ সঠিক ভাবে বিক্রি করতে পারলে পাওয়া যায় মাত্র ২৭টাকা অর্থাৎ ৩% টাকা কমিশন। রবি রিচার্জ ব্যবসায়ী আরমান, ছৈয়দুল হক, ফারুক ও জয়নাল জানান, ১হাজার টাকায় ২৭টাকা কমিশন নিয়ে আমাদের পোষাই না। অনেক সময় ভূল রিচার্জ করে ফেললে আমাদের জরিমানা গুনতে হয়। তখন লাভের বদলে লোকসানের মুখে পড়তে হয়। এছাড়া ব্যস্ততম সড়কের পাশে থাকা দোকান গুলো এ কমিশনে রিচার্জ করে ঠিকে থাকতে পারলেও ঈদগাঁও বাজারের আশ পাশের বিভিন্ন পাড়া মহল্লার ব্যবসায়ীরা দোকান ভাড়া ও আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে লাভের মুখ দেখা সম্ভব হয়না। এদিকে রবি রিচার্জের কর্মকর্তা পুলক দাশ জানান, বৃহত্তর ঈদগাঁওতে রবি রিচার্জের গ্রাহক তুলনামুলক বেশি যার কারণে গ্রাহক সন্তুষ্টি দিন দিন কঠোর হচ্ছে। কোম্পানীর তরফ থেকে যে সুবিধা দেওয়া হচ্ছে তা হয়ত মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করা হচ্ছেনা। অভিযুক্তদের ব্যাপারে কোম্পানী অভিযোগ ফেলে ব্যবস্থা নেবে। রবি’র গ্রাহক ফরিদ, শরীফ, মিন্টু জানান, রিচার্জ ব্যবসায়ীদের নির্দিষ্ট কোন নিয়ম নেই। ১০ টাকা থেকে ৩০টাকা পর্যন্ত ১টাকা কমিশন নেয়। যার কারণে গ্রাহকরা দিন দিন ফুসে উঠেছে। উল্লেখ্য রবি রিচার্জ কমিশন বাড়ানোর দাবীতে ইতিমধ্যে রাজধানী ঢাকায় একাধিক মিছিল মিটিং ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
Leave a Reply