যুবদল সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সোয়া ১২টার দিকে কাকরাইল মোড় থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।মঙ্গলবার পল্টন এলাকা পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বিপুলসংখ্যক নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। এর মধ্যে আলালও ছিলেন।
বুধবার সকালে বেলা ১২টার দিকে আলাল কয়েকজন আইনজীবী নিয়ে কার্যালয় থেকে বের হন। ওই সময় পুলিশ তাকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কাকরাইল মোড় থেকে তাকে গ্রেফতার করে।ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বার্তা২৪ ডটনেটকে জানান, মঙ্গলবারের ঘটনার সঙ্গে জড়িত থাকায় বুধবার বেলা সোয়া ১২টার দিকে কাকরাইল এলাকা থেকে আলালকে গ্রেফতার করা হয়েছে। তাকে মিন্টু রোডে ডিবি অফিসে রাখা হয়েছে।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতারা ডিবি অফিসে যাচ্ছেন আলালের সঙ্গে দেখা করতে। বিএনপি এ ব্যাপারে সাংবাদিক সম্মেলন করতে পারে বলেও জানা গেছে।
Leave a Reply