প্রেস বিজ্ঞপ্তি ॥ সদর কুতুবদিয়াপাড়ায় সমুদ্রগামী জেলে এবং শুটকিকরণ প্রক্রিয়ায় সম্পৃক্ত শ্রমিক এবং শ্রমিক পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজুক। অনেকটা ঝুকিপূর্ণ অবস্থায় তাদেরকে জীবন যাপন ও পেশাগত দায়িত্ব পালন করতে হয়। সহায় ফাউন্ডেশন, কক্সবাজার গত ফেব্রুয়ারী ২০০৭ হতে বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলায় যেমন- রামু, উখিয়া, কক্সবাজার, সদর, চকরিয়া, পেকুয়াতে কাজ করে আসছে। দরিদ্র জনগোষ্টির সার্বিক উন্নয়ন ও মানবিক বিপর্যয়ে সহায় ফাউন্ডেশন সচেতন ও সংবেদনশীল। এরই ধারাবাহিকতায় সমুদ্রগামী জেলে এবং মাছ শুটকিকরণ প্রক্রিয়ায় সম্পৃক্ত শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যদের চিকিৎসা সেবায়-বিলস্্ (বাংলাদেশ ইনস্টিটিউটঅব লেভার স্টাডিস) এর উদ্যেগে এবং সহায় ফাউন্ডেশন, কক্সবাজার এর সহযোগিতায় এক স্বাস্থ্য ক্যাম্প গতকাল ৭ অক্টোবার সকাল ১০ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত সময়ে পশ্চিম কুতুবদিয়া পাড়াস্থ হেল্্প আলোর দিশারী পাঠশালায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার আক্তার কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ কবির হোছেন, অর্থ সম্পাদক, বিলস, ঢাকা; পাহাড়ী ভট্টচার্য সমন্বয়কারী , বিলস-চট্টগ্রাম এবং সহায় ফাউন্ডেশন, কক্সবাজার এর প্রধান নির্বাহী এড: মো; মফিজুল আলম। দিন ব্যাপি স্বাস্থ্য ক্যাম্পে ডাঃ মাইনু ডাঃ মো: মাহিন আবদু রহমান চৌধুরী, ডাঃ এলি গ্রু, ডাঃ এ.এস, থোয়াই উপস্থিত থেকে ১২০ জনকে চিকিৎসা সেবা, ওষুধ পত্র প্রদান করা হয় একই সাথে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
Leave a Reply