হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত হ্নীলার জাদিমুরা গ্রামে অভিযান চালিয়ে মওজুদ রাখা ৫শ’৪৫ কেজি চাউল ও ৩ শ’ কেজি ইউরিয়া সার উদ্ধার করেছে টেকনাফ ৪২ বর্ডার গার্ড অব বাংলাদেশ । এছাড়া নয়াপাড়া মোছনী রোহিঙ্গা ক্যাম্পের পুর্বপার্শ্বে প্রায় ৭৩ হাজার ২ শ’টাকা মুল্যের ২৪৪০ কেজি চালসহ মোছনী পাড়ার শফি আলমের পুত্র মুজিবুর রহমান(৩০)কে আটক করেছে বিজিবি। তার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি টেকনাফ সদর দপ্তরের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান। অপরদিকে হ্নীলা বিওপির টহলরত জওয়ানেরা গোপন সংবাদ পেয়ে নাফনদী থেকে মিয়ানমারে পাচারের কাজে ব্যবহুত ২ টি কাঠের নৌকা জব্দ করেছে। চাল ও সারগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।
Leave a Reply